তোমার চোখেতে দেখেছি যে আমি আজকে নদীরধারা;
মনের কোণায় নব শরতের প্রণয় পাগলপারা।
অচেনা পথেতে সেই ছিলে সাথি আমার নজর জুড়ে-
এখন আমার গানের বেলায় তুমি আছ এই পুরে।
তোমার মাঝেতে প্রকৃতির হাসি আমাকে করেছে মত্ত;
কেমনে আমার কবির হৃদয় অনায়াসে করো সিক্ত।
তোমার রূপের মাঝেতে আমি আমি যে সকল হারা।
আকাশের মাঝে নব মেঘ ভাসে তুমি ভাসো এই বুকে
অচেনা বেলার ক্ষণিক অতিথি তোমাকে রেখেছি সুখে।
মন যমুনায় বয়েছে প্রণয় হৃদয় ছুঁয়েছে ভূমি;
একটি বারও কি চেয়েছ আমায়, আমার নজরে তুমি।
তোমার সে হাসি, তোমার বসন, তোমার ভূষণমালা
সকলই যেন মন অবেলায় আমার মাঝারে ঢালা।
চলে গেছ তুমি আমাকে রাখিয়া, পেয়েছি মনেতে সাড়া।