আমি শুধু বৃষ্টি চাই বৃষ্টি-
এ চোখেতে তুমিই শ্রাবণ;
এখানেই ভিজে গেছে দৃষ্টি
তোমার চোখে চেয়ে অকারণ।
আমিতো বর্ষামেখ একেলা
জলের টানে যাবই ভেসে;
পরম মেঘেতে সারাবেলা-
বরষা আজ বুকের দেশে।
আঁখি ডোরে মেঘ-সর্বনাশ
আমার একেলা দিনের মন;
বারবার তুমি এসো কাছে!
দুজনেতে ফোটাব বকুল;
মনেতে আজ আঁধার নাচে
তোমার চোখে মালতিফুল।
আমি নিত্যপ্রেমে বারোমাস
বর্ষাতে আজ নেই বারণ।