আজ তোমার বুকে মাথা রাখি প্রিয়
আজ এই  ভালোবাসা দিনে;
সোহাগে আদরে রেখো সারাদিন
আমাকে রেখো গো তুমি চিনে।


কোথায় তুমি নিয়ে যাবে আজ
কোথায় তুমি দেখবে আমার সাজ
তোমার স্মৃতি থাক বে চি র দিনে।
  
------