তোমার বুকে আমার গীতি-
কাতর মনে প্রণয়প্রীতি
            গাইতে পারি;
তোমার কাছে ব্যথারই দান
চিত্ত-মনে সে অভিমান
            সইতে নারি।


রাতের মাঝে তোমার লিখা
হলুদফুলে আগুনশিখা
            অনেক বুঝি;
তোমার আঁচল আমার বাসর
তুমি আমার গানের আসর
            তাইতো খুঁজি।
আজকে আলোর সন্ধানেতে
           গানের সারি।


তুমি এলে মোহর রাতে
হাত রেখেছ আমার হাতে
           আপন মনে;
আমরা দুজন আজ হারাব
দূরের সীমা সেই ছাড়াব
          গভীর বনে -
মনের ঘরে দাঁড়িয়ে পথে
          রং বাহারি।