তোমার বসন পরে মধুরমুরতি-
খোঁপাতে শোভিছে আজি বসন্তমালতি।


ললাটেতে কত রূপ কত তার শোভা!
তোমার আঁখির পানে আমি মনোলোভা-
সব কথা লেখা আছে নয়নের প্রীতি।


আজ আর বলিব না- চাহিতে আমায়!
তোমার এ দৃষ্টি সাথে বেঁচে থাকা যায়।
নীরবগোপন প্রিয়া মন মাঝে ভীতি!