তোমার বাড়ির পথ দিয়ে গেছি
তোমার বাড়িতে চেয়ে;
তোমার সকল আঁচল দেখেছি
তোমার জানালা বেয়ে।


কতবার গেছি ওই পথ দিয়ে
আমার সাথেতে তুমি;
তোমার গায়ের পথঘাট যেন
চিনিত আমার ভূমি।
মোর ভাবনায় বারেবারে আসে
তোমার কথাটি ছেয়ে।
তোমার--


সেই চেনা পথ, শিবমন্দির
সাজানো পুকুর পার;
তোমার শাড়িটি ধরে ধরে হাঁটি
বর্ষা পথে আবার।
কত বা খুশিতে আজ থাকিতাম
কিছুটা তোমায় পেয়ে।
তোমার---