তোমার আঁচল তলে ভালোবাসা সীমাহীন-
তোমার কাছেই ছিল আদর মাখানো দিন!
আমি শুধু দেখে গেছি, ভেবে গেছি অবিরাম-
তোমার চোখের কাছে আজ আমার বিশ্রাম!
পরিশোধ করেছি যে, যা ছিল আমার ঋণ।
তোমার কাছেই ছিল--
তোমার কথার মাঝে খুঁজে গেছি খুশিকথা
তোমার বুকের মাঝে ভেঙে যায় নীরবতা
স্বপন দেখেছি আজ তোমাতেই অমলিন।
তোমার কাছেই ছিল--
-----