একটু আমার কাছে কাছে এসো
তোমাকেই ভালোবাসি;
তোমার আঁচল সরায়ে খানিক
দেখিব তোমার হাসি।


দূরে দূরে তুমি ঘুরেছ ক্ষণিক
আমাকে দূরেতে ফেলে;
তৃষিত মনের আড়ালে আমার
সকল বিরহ মেলে।
কেন যে কাঁদাও তুমি বারে বারে
তোমার লাগিয়া আসি;


আর যাবে নাকো দূরে দূরে তুমি
থাকিবে মনে অসীমে;
এবারে রাখিব এই মোহটানে
আমার গোপন প্রেমে।
ডাকে সাড়া দাও, কাছে এসো আজ
তোমাতে ফুলের রাশি।