তোমাকে শোনায় আজি প্রণয়ের গান
নীরবে শুনেছ তুমি সাথে অভিমান।


আমি বলে গেছি আজ শতেক কাহিনি
মনে চাপা ব্যথারাশি বিরহের বাণী;
শুভক্ষণে শুভপ্রাণে শুভ শুভ কথা-
তোমার হৃদয়ে যেন জাগিয়াছে ব্যথা!
শুধু চেয়ে মোর চোখে দিলে অনুদান
নীরবে শুনেছ তুমি সাথে অভিমান।


আমার কবিতাখানি জীবনের মালা
প্রেমিক হৃদয়ে যেন সব কিছু ঢালা;
কিছুটি বলেছি তার কাছেতে বসিয়া
আঁখি করে ছলছল তোমাতে ভাসিয়া-
আজ যে সাজাতে পারি তোমার পরান!
নীরবে শুনেছ তুমি সাথে অভিমান।
       ------