আজ তুমি বাহুডোরে মিশে মোহনায়
তোমাকে রেখেছি কাছে প্রেমমহিমায়-


ঘুমিয়ে পড়েছ তুমি এ পুরুষবক্ষে;
আমাকে আপন করো গোপন অলক্ষে।
ধীরে ধীরে মিলে গেছ সুখে লাজবতী
কত শোভা মুখ মাঝে  চেয়েছি শ্রীমতী
আমার প্রাণের ঘরে আন্তরিকতায়।


এই রাত এই সুখ হবে না তো ম্লান!
তোমার মোহরকুঞ্জে শোনায়েছি গান।


আমিও পড়েছি ঘুমে জানিনা কখন
সার্থক জনম মোর বুকেতে রতন
তোমার প্রশ্বাস শুধু করি অনুভব;
আমি তুমি সপ্তসুরে প্রকৃতি নীরব।
এই বুঝি মোর প্রেম হেথা শোভা পায়।
            ---------