তোমাকেই খুঁজে গেছি-
আজ আমি কতবার;
তোমাকে না দেখে আমি
চোখ মুছি হতাশার।


রোজ এসে তোমাকেই-
দেখি খুশি ভরা চোখে;
তুমি বুঝি ডুবে থাকো
চোখের এই পলকে।
ফিরে ফিরে চেয়ে দেখি
খুঁজি সেথা বারবার।


মনেতে করি বিলাপ
কোথা তুমি আজ গেলে!
আমাকে না দিয়ে দেখা
কীবা সুখ তুমি পেলে!
শাখায় শাখায় আজ
কাঞ্চন রং বাহার।