আবার বাসব ভালো হারানোর শেষে
আবার মানুষ হব আঁচলে তোমার;
আপনার অশ্রুজলে জনমের বেশে
করিয়াছি অঙ্গীকার তোমাকে ছোওয়ার।


** অসম্পাদিত