তোমাকে চিনিনা আমি চোখ চলে যায়-
এত আলো কেন দেখি আজ জোছনায়।


প্রভাত কালের বেলা চেনা পথে তুমি
অচেনা কিশোরী প্রিয় মনে স্বপ্নভূমি।
আজ কেন এত কথা মনেতে উদয়।


তোমার রূপের মাঝে সোনাঝরা হাসি
মনে হয় চিরদিনে তারে ভালোবাসি।


চেয়েছি তোমার পরে সেই চেনা চোখে-
ভাবিনি তখন আমি কী বলিবে লোকে!
আমাতে বলেছ কথা নীরব ভাষায়।