তোমার খুশিতে তুমি বলে যাও
আমার খুশিতে শুনি;
তোমার হাসিতে জগৎ মাতাও
আমি বসে দিন গুনি।
তোমার মনেতে খুশির আয়না
আমি তা'তে দেখি মুখ;
হিসাব করিনি বন্ধু প্রিয়তি
পেয়েছি মনের সুখ।
আমি তো কতক নিজে বলে যাই
কিছু কি তাহার মানি।
তোমাকে দেখিয়া ডেকেছি কতক
থমকে গিয়েছি কত;
আজ তাই বুঝি এই লগনেতে
বেঁচে আছি অক্ষত।
ভালোবাসিবার আলোক জ্বেলেছি
সেখানে তোমায় জানি।
-----