টিপটিপ টুপটাপ রিমঝিম ছন্দ
বাদলের ইশারাতো নয় মোটে মন্দ
গান গেয়ে নেচে যায় বাদলের মজাটি
পরিচয় জানা আছে সেই রূপে সাজাটি।


* আরও আছে।