তখন ছিল সুখের সময়
তোমার হাতে হাত;
তোমার নিয়ে স্বপ্ন আমার
কাটত মধুর রাত।
আমার চোখের পানে তুমি
থাকতে শুধু চেয়ে;
আমার মুখের সকল কথা
তোমায় দিত ছেয়ে।
হাসির কথায় বন্ধু তুমি
হতে কুপোকাত।
আজকে পথে একলা হাঁটি
সাথে নেই তো কেউ;
মনের মাঝে আসে শুধু
তোমার কথার ঢেউ।
তুমি আছ আমার মনে
হয়ে প্রাণের নাথ।