যতদিন যাবে কালের স্রোতে তোমায় ভাবিব তত;
ভালোবাসিবার সাধ নেই আজ তবু বাসি অবিরত।
ভুলি না কখন, ভুলব না প্রিয় যেখানে থাকিবে তুমি;
আগলে রাখিব, যতনে রাখিব তোমার আপন ভূমি;
আমার ঘরেতে তোমার এ বাস তোমার গলার হার;
সকল রাখিব যতনেতে তুলে করেছি অঙ্গিকার!
তোমাকে নিয়েই স্বপন মোদের আমাদের মাঝে শত।
তোমার স্মৃতি, তোমার মুরতি হৃদয়ের মাঝে গড়া-
সকালসন্ধ্যা প্রতিদিন মাঝে তোমাকেই মনে পড়া।
আমার চোখেতে তুমি নীলমণি, তুমি মোর মনোপ্রিয়া;
সারা অঙ্গেতে আজ লিখে রাখি প্রিয় যে তুমি সুফিয়া।
তোমার কর্ম, তোমার স্বপন পূরণ করার ব্রত।
------