আমার স্পর্শ তোমার কাছে
নীরবেতে অভিমান;
তব পরশ আমার কাছে
মনের নীরব দান।
তোমার আশা আমার কাছে
বকুলফুল সুবাস;
আমার আশা তোমার কাছে
নব রোদে পৌষমাস।
তোমার সকল কথা সাথে
আমার এ অভিযান।
তোমার কথা তোমার ভাষা
শুনতেই ভালোবাসি;
আমার কথা তোমার কাছে
কেন দুঃখ রাশি রাশি!
আমাকে ভুলিবে শেষে তুমি
মুছে যাবে সব টান।