নীল আকাশের স্বপ্ন তুমি
নীল যমুনার জল;
আলোক মাঝে নীল রোদ আসে-
নীল মাঝে কোলাহল।


নীল আকাশের স্বপ্ন তুমি
অনেক চাওয়ার মাঝে;
তোমার মনের আবেগ কথা
আমার মনে বাজে।
অনেক চাওয়ার মাঝে দেখি
তুমি মোর শতদল।


নীল আকাশের স্বপ্ন তুমি
স্বপ্নমাখা চোখ;
আমার জন্য তুমি সোহাগী
আমার আপন লোক।
তোমার আঁচলে শান্তি আমার
চিরদিনে সম্বল।
     -------