স্বপ্ন আমার একলা হয়ে আসে-
স্বপ্ন আমার সাদাকালো রাত;
স্বপ্ন এলেই তোমায় শুধু দেখি
চিলেকোঠায় টুকরো প্রভাত।
স্বপ্ন আমার গভীরনিশি রাত
নিশির ডাকে চলি পিছন ফিরে-
তুমিও আসো আমার পিছে পিছে
সকল স্মৃতি রাখে আমায় ঘিরে।
স্বপ্ন আমার নবীন মনের ধ্যান
স্বপ্ন আমার একলা হওয়ার সাথ।
দিন বদলের আলাপ খুঁজে ফিরি
মনের মাঝে রঙের মানচিত্র;
আলাপ জমায় নতুন করে এসে
তুমি বুঝি স্বপ্ন পথে নিত্য।
স্বপ্ন দেখার অজুহাতে আমি
জেগে জেগে সয়েছি আঘাত।