গোধুলি আলোয় চোখ টেনেছিলে তুমি-
ক্যানভাস জুড়ে রং মাখা শত দাগ;
মনের দিগন্তে আকাশ ছুঁয়েছে ভূমি
তবুও সেদিন স্বপ্নভরা অনুরাগ।


চাওনি সেদিন বলতে গোপন কথা
অপরূপ ছিলে সেদিন জোছনা কালে-
চমক ভেঙেছে স্বপন দুয়ার ব্যথা
পলক পড়েনি যখন তুমি তাকালে।
আমার মনেতে পলাশ বনের ফাগ।
তবুও সেদিন-----


চোখের কোণেতে আহ্বান তোমার চুলে
নীরবতা সাথে এঁকেছি তোমার ছবি
নির্বোধ যে আমি সব কিছু থাকি ভুলে।
আমার ভুবনে তুমিই আমার রবি।
একেলা বেলায় তোমার সাথে সোহাগ।
তবুও সেদিন---