স্বপ্ন আমার দেখতে মানা
     স্বপ্ন কি আর শাসন মানে!
স্বপ্নে হাসি, স্বপ্নে কাঁদি
     স্বপ্নে ছুটি সকল খানে।


স্বপ্ন আমার লেখার ঘরে
    স্বপ্নে থাকি চিন্তা ভুলে;
স্বপ্ন আমার মিলনবাসর
    মনের ঘরে স্বপ্ন তুলে।
স্বপ্নে আমি হিসেব রাখি;
    যা খুশি তাই স্বপ্ন জানে
  
স্বপ্নে পালাই স্বপ্নে ছুটি
    স্বপ্নে আমার চন্দ্র হাসে!
স্বপ্ন আসে চোখের পরে
    স্বপ্ন মনে ভালোবাসে।
স্বপ্ন আমার হাতের পরে
    স্বপ্নে শুধুই তোমার পানে।