আমাকে এমন করে  আঘাত দিয়েছ
আমার অবুঝ মনে;
তুমি কি জেনেছ আজ কতটা কাঁদালে
শূন্য করেছ জীবনে।


হাসির ছলেতে কত করেছ আপন
সেই মন দেয়া নেয়া;
কোনোদিন ভুলি নাই হয়ে অভিমানী
বরষানদীর খেয়া।
সবকিছু ভুলে আজ দুখানি ঠিকানা
দু'পারে বসে দুজনে।


ভুল বোঝাবুঝি ছিল তোমার আমার
আজ কেন অঘটন!
ভুলে গেলে আমাকেই, সুখী সংসার
মানিতে পারেনা মন।


সেদিন চলে যে গেলে ক্ষণিক রাগেতে
ভাবিতে পারিনা কিছু;
যদি জানাতে আমায় বিচ্ছেদ আগুন
আমিও যেতাম পিছু।
আর বুঝি আসিবে না এখানে কখন
দুজনে থাকি মিলনে।