কান্দে বাতাস লইয়া কান্দে,
কান্দে পরান লইয়া কান্দে;
ও সুখের কইন্যারে
ভাবো এই জীবনরে
লোকে বলে তোমায় মন্দ রে ।


একদিন বাতাস লইয়া এমন বাদল দিনে
সুখের এই পরশ সাথে রঙের সুখ মিলনে
দুটি জীবন তারা বান্দে।


স্বামী তার কোন বা দেশে, বছর দশেক হবে
কারে বুঝি আজ ভালোবেসে, পোলা চিনল না বাপে!
পড়েছি এখন একি ফান্দে।


কেমন করে একলা থাকে দিন যে কেমন যায়
কীবা খাবে আজ কী পড়িবে মরেছে এই চিন্তায়!
ভাবিতেই এসে পড়ে সন্দে


এভাবে কী কাটবে দিন দুঃখ যে প্রতিদিন
বিরহ ভুলে বুঝেছে মন দরকার প্রেমঋণ
তাই পড়েছে ভীষণ দ্বন্দ্বে।