শুভদিনে শুভক্ষণে প্রেম-পরিণয়
প্রেমিকার বিরহতে কীবা থাকা যায়।


দুজনে গড়েছি কত ভালোবাসাবাসি
আপন শপথ সাথে মনে হাসাহাসি।
প্রেমিক মনেতে কত হৃদয় কথন;
আজও স্বপনে দেখি সেই আয়োজন।
সে প্রেমের শিখা আজ স্তব্ধ হয়ে যায়


তার ছবি, তার কথা ভাসে শুধু মনে-
মনে জাগে বারেবারে আজি শুভদিনে।
কমল সে তনুখানি স্পর্শেতে বিহ্বল
আঁধার হল যে আজি মিলন সকল।
বিলাপ করেছি আমি সেই মহিমায়।
          --------