মেঘের ভিতরে শ্রাবণ জমেছে
চোখেতে জমেছে জল;
মেঘবালিকায় প্লাবন এসেছে
বোঝেনি তো কোনো ছল।


স্মৃতির শরীরে আমিই ধন্য
আমার শূন্য ঘর;
যত শোকজ্বালা মুছে গেছে আজ
হলুদপাতায় ভর।
বকুলের স্বাদে জেগে থাকি আমি
মোমের মতই ফল;


আমার ভিতরে বৃষ্টি জমেছে
দুরন্ত আঙিনায়;
ঝরঝর ধারে ভিজেছে বালিশ
নবীন বারিধারায়।
রাতের শরীরে রূপলাবণ্য
কোথা পাই সমতল।