বৃষ্টিরানি সেদিন ছিল হিমেল হাওয়ার দিন
সোনারোদে ঝরনা হাসে মুক্তমাখা বীণ।
তুমি ছিলে আমার পাশে প্রথম গোলাপফুল
ঘুম জড়ানো শিশিরভেজা চোখের মাঝে ভুল।
কথা দিলে বৃষ্টিরানি অকূল পথের ঋণ।
সোনারোদে---
যাবার পথে অচেনা গা নানা পাখির ভিড়
নৌকাগুলি বাঁধা আছে শান্ত নদীর তীর।
দিক দিগন্ত দেখতে যাব আমরা অমলিন।
সোনারোদে---
----