আজ সারাদিন এই গায়ে জ্বর;
তোর কাছে যাব দুইদিন পর।
আজ থেকে কাল কবিতায় শুরু;
হেঁটেছি একেলা- পথ দুরুদুরু।
তোর নামে আজ পোড়ে অন্তর
তুই ছিলি ঠিক, আমি পুরো ভুল;
তোর মুখটায় বাদলের চুল।
ওখানে দেখেছি রাতের প্রহর।
আমি ভালোবাসি লজ্জা না, থুরি!
তোর সাথে যাব সেই 'সোনাঝুরি'।
বন্ধ করিব মনের সে দোর।