সোজাকথা বললে সুরে আমার নামে ছাপ
জটিলভাষা তোমার দেশে আনবে অভিশাপ।


তোমার স্বপ্ন বন্ধঘরে প্রাণখোলা সে গান
দরজা খুলে দিচ্ছ উঁকি ভাবছ অনুদান।
তোমার দেখি রয়েই গেছে মন্দকথার রোগ;
তুমি বোঝো, আমি শিখি কথাতেই সম্ভোগ
আমার বুলি তোমার শাখে, অবাক করা প্রলাপ


তুমি-আমি, আমি-তুমি মোদের মাঝে বেড়া
নিরামিষের ব্যবধানে কোথায় যেন ঘেরা।
ইশারাতে দিচ্ছি সাড়া দেওয়ালে কান আছে!
তোমার যত শক্তকথা বাঁধি আমার কাছে।
ভালোই আছি হাসিমুখে, পারি দেব শত ধাপ।