সবুজ ঘাস আর পুকুর জলে
হাস মেতেছে দলে দলে;
বিলের মাঝে পানকৌড়ি নেচে উঠেছে।


শালিক পাখির বিশাল ঝাক
শাপলা-পদ্ম লুকিয়ে থাক
ঘাস ফড়িঙে হারিয়ে গেলাম সাঁঝে।
বিলের--


কলাপাতায় লাগল হাওয়া
ভালোলাগা মনেতে ছাওয়া
বাঁশ বাগানে সূর্যখানি আড়াল করেছে।
বিলের--