আমার দেহটাতো নিঃস্ব, শেষকালে একমুঠো ছাই
শেষের বেলা নেই কোনো পরিচয়;
জানি কেঊতো আমার নয়
সব শূন্য সব শূন্য যেদিকে তাকাই।


ভুলে সব আঘাত বেদনা
আমার জন্য কেউ কেঁদোনা।
ভুলে যেও আমাকে সহজে
কোনো নাম লিখোনাতো কাগজে
আমি যে তখন অসীম সীমানায়।


সব কর্ম, সব শিক্ষা থেমে যাবে
আমার জন্য অনেকে শান্তি পাবে
ঘুচে যাবে জীবনের সব কালবেলা।
ভুলে সব জীবনের ছেলেখেলা।
তবু আজ বসে আছি সেই অপেক্ষায়।
        ---------


* অসম্পাদিত।