মনটা তখন পুরোপুরি অক্ষত
তোমার আলাপ আমার শরীর জুড়ে;
এখনও তোমার গভীরতা বড়ো দৃঢ়
বুঝলাম আজ প্রেমালাপ কত দূরে!


সুখের স্বপন রাত্রে দেখার কালে
সারাদিন বুঝি আমেজে থাকত মন;
লুকিয়ে রাখব সেই ভালোবাসাগুলি
সেখানে তোমার নীরব নিমন্ত্রণ।
সেই কথাগুলি আবার এসেছে সুরে।
বুঝলাম----


ভেসেছি জোয়ারে প্রেম-প্রেম-প্রেম গন্ধ
হারিয়ে গিয়েছি আপন মনের টানে-
সেখানে রেখেছি মুক্তির কথকতা
টুকরো পথেই আবার কোথাও-খানে।
আবার এসেছি বিশ্ব-মানব ঘুরে।
বুঝলাম---
         -------