একবার, একবার, আর একবার-
করিব দুজনে দেখা পথ আঙিনায়;
নুড়ি পাথরের ধারা বহে নদী তীরে
সেই কূলে নিঙড়ানো চাঁদ জোছনায়।


সেখানে পাগল মেঘ খেলে লুকোচুরি-
তার একেবারে নীচে আমি আর তুমি;
কালবৈশাখী দেখার ইচ্ছা ছিল খুব
গোপনে বুকের মাঝে আদরের ভূমি।
ভরা কোটালের বান ডেকে গেছে জানি
সেখানে পথের ধারে মেঘ চাঁদোয়ায়।


তাই, কোনো এক খানে তুমি একবার
এসো প্রিয় ধরা দিও মুহূর্ত খানিক;
আলিঙ্গনে রত থাকি তুমি আর আমি
কিছু ফুল ছুড়ে দেব হৃদয়ে মাণিক।
ঠিকানাহীন প্রান্তর ঈশান কোণেতে-
মেঘদল সারি সারি রাঙা সীমানায়।
         -------