সেই তুমি চলিয়াছ পলকেতে হারা
পলকের পরে সাথি, জনমের ধারা।


ভেবেছি চোখের পরে তুমি কত ভালো;
আজ তপ্ত জ্যৈষ্ঠবেলা কনেদেখা আলো
আমার মনের পরে তুমি দাও সাড়া।।


তোমার চোখেতে ঘুম এই অবেলায়
সারাটি জনম জানি থাকি অপেক্ষায়।
চিরসুন্দর হৃদয়ে প্রণয়উত্তরা।