সেই তুমি অবশেষে মোর কাছে এলে-
আড়ালে থাকিয়া প্রিয় লুকিয়ে কী পেলে?
আমাতে সপিলে শেষে গোপন সে দ্বার!
কথার মালিকা গেঁথে এনেছ আবার
শুধু যে ক্ষণিক কান্না চোখে রেখে গেলে।
আমার হৃদয় জুড়ে সেই অভিসার
এ পরানে ভালোবেসে দেব বলো কার!
তোমার আঁখির 'পরে দৃষ্টিকথা ঢেলে।
-------