সেই তো এসেছ, এসেছ আবার
কাজলের রং মেখে;
তোমার দুয়ার, আমার দুয়ার
প্রেমেতে গিয়েছে ঢেকে।


এই তো সেদিন চলে গেলে তুমি
আমার দুয়ার হতে;
হাতটি নাড়িয়া বলে গেছ প্রিয়
আসিবে না কোনো মতে।
কেটে গেছে দিন কতদিন পর
আমাকে মলিন রেখে;


সেদিন হয়তো বলতে আমায়
বলতে গো ভালোবেসে;
তারপরে আর বলা হয় নাই
বলা হয় নাই শেষে।
আমার ভাবনা তোমার সুরেতে
কে সাজাল তারে দেখে!
     ------