শৈশবে স্বপ্নের ভিড়
মনে আসে বারবার;
সেই পথ ধরে আমি
খুঁজে চলি অন্ধকার।


কত দাগ, কত কথা-
কিছুই তার মোছেনি;
পথ ধরে বসে আছি
সেই আঁধার ঘোচেনি।
সম য় পাইনি আমি
ফিরে ফিরে তাকাবার।


আঁচল উড়েছে আজ
রোদ ঢাকা সীমানায়;
তোমার ছবি আমার
রাখি নীরব ছায়ায়।
আজ বুঝি আমি প্রিয়
মেনেছি শুধুই হার।