সেই কবে প্রিয় দেখা হয়েছিল
আজ তুমি অচেনায়;
অনেক আগের স্বপনের দিন
মন মাঝে মোহনায়।
সেই কবে প্রিয় শোনা হয়েছিল
তোমার কবিতা-গান;
আনন্দ চোখে ভেবে বসি আজ
সে ছিল অতি মহান।
আজ জানি সব হয় ইতিহাস
আমার এ সীমানায়।
সেই কবে প্রিয় কথা হয়েছিল
দুঃখ ভুলিয়ে দিতে;
আমার চোখের জলগুলি সব
আপনে ভুলিয়ে নিতে।
সেই কবে প্রিয় হেসে উঠেছিলে
আজ প্রেম দূর-অস্ত;
সেদিন আমি যে প্রেমিকা ছিলাম
বোঝেনি হৃদয় ব্যস্ত!
আজ তাই বুঝি খুশিতেই দিন
তবুওতো ভাবনায়।