হাত রাখি আদরের গায়ে,
ভালোবেসে কাছে টেনে নাও;
সুলগন কেটে গেছে ধীরে-
আজ কী গো সাড়া তার পাও।
সেইদিন ফিরে এলে তুমি
টোটো চড়ে সিনেমায় যাই;
মনে নেই নামধাম তার-
তোমাকেই শুধু কাছে পাই।
আঁধার যে ফেলেছিল ঘিরে
অজানা সে ছবি মাঝে চাও।
তুমি দেখো সিনেমার ছবি
আমি দেখি তোমার সে মুখ;
পাশাপাশি কাছাকাছি বসা
মন মাঝে নবীনতা সুখ।
সেইদিন কত কথা ছিল
উত্তর নিজ মনে দাও
টেবিলেতে হাতখানি ধরা
ছাড়িয়ে যে নাওনি সেদিন;
চেয়েছিলে আবেগের সুরে-
হতে চেয়ে আমাতেই লীন।
কতদিন দেখা নেই তনু!
হাতখানি বুকে টেনে নাও।
-----