কত কথা আজ বলে গেছ এসে
সেদিনের চেনা চোখে,
আমার তোমার মধু আলাপন
দেখে গেছে সব লোকে।
বলেছ কতই শুনেছ আবার
হেসেছ খুশির স্রোতে
দেখেছ আবার প্রনয় ভাষায়
তোমার আঁখির পাতে।
সব ভাষা যেন এক হয়ে গেছে
নীরব মনের শোকে।
আজ বুঝি এসে ভালোবেসে গেছ
জানাও আমন্ত্রণ,
তোমার মহিমা আবার বুঝেছি
ঘর মাঝে সমীরণ।
গোপন কথা টি বুঝেছি আবার
চেনা আঁখির পলকে।