মনে পড়ে আজ সেদিন শ্রাবণে তুমি ছিলে মোর কাছে-
কত সবুজের রংমাখা কথা আমার হৃদয়ে আছে।
কতনা স্বপ্ন চোখের কোণায় যতনে ছিল যে আঁকা;
রাঙা পলাশের মালতির গৃহ তুমি ছাড়া বুঝি ফাঁকা।
বসন্তবাহার কাছেতে জানাত- খুলিতে দুয়ার মাঝে।
আঁধার রাতের সেই চাঁদমালা জড়িয়ে ধরত সাথি
মনের কোণেতে বাজিত বেহাগ কতনা মধুর রাতি।
হাজার দিনের সেই মহিমায় উত্তর জানা মিছে।।