সেদিন জড়িয়ে ওই গলা
ছবি তুলে রাখি কত;
সুখের ক্ষণে উঠেছে মালা
শান্তি আসে অবিরত।


কতজন দেখেছে সেই বেলা
ভিতরে ভিতরে রাগ!
তোমার শাখেতে আজ ফুল
আজ সুশান্ত পরাগ।
আজ তুমি গেছ দুয়ারেতে
মাথাখানি করে নত।


কোথায় আছে সে ছবিগুলি
আমাকে দেখিও কভু;
চিনতে যদি নাই বা পারি
চেনাবেন প্রিয় প্রভু।
সেই কথা আজ মনে করি
ভাবি বসে শত শত।
     ----