সেদিন ডুবেছি এসে চোখের হাসিতে-
আপনের স্বপ্ন তবু পারিনি রাখিতে।


নির্বাক তারার মতো চেয়ে চেয়ে থাকি-
প্রেম অস্তাচল পথে তবু তাকে ডাকি!
সব কথা ভুল হয়; তোমার কথারা-
ধরা থাকে আলোকিত আমার আঁখিতে।


আমার সকল প্রাণ তোমাতেই ধন্য;
আমার সঙ্গমবেলা জ্যোৎস্নার জন্য।


আমি উন্মাদিনি আজ নষ্ট চন্দ্রিমায়-
কখন কামনা জাগে সেই অপেক্ষায়।
তোমার সে চোখ ছুঁয়ে আমি শিহরিত;
তুমি মোর পথে এলে ভালোবাসিতে।
            *****