কতদিন দেখা নেই তনু!
কতদিন কথা নেই ফোনে;
কতদিন বসিনি যে আর
সে রেস্টুরেন্টের কোণে।
সে প্রথম হয়েছিল দেখা
কোনো এক প্রিয় সেমিনারে;
কত কিছু দেখেছি যে চোখে
এ নজর রাঙাশাড়ি পাড়ে।
ছিল বুঝি বাংলার সভা
আমরা যে সেখানে দুজনে।
সেমিনার মাঝে খেতে যাওয়া
আমি এক নিরিবিলি লোক;
একসাথে দুপুরের মিল
তোমার ও চোখ মাঝে চোখ।
সেখানের ছবিগুলি সব
তোমার ও মুখখানি মনে।
আমি চেয়ে তোমাতেই থাকি
খুশি হও তাকানোর কালে;
মাথাখানি উঁচু করে তুমি
দেখেছ যে আজ আবডালে।
কত কথা বলেছিলে চোখে
সব আজ মনেতে গোপনে।
------