সে প্রথম দেখা ছিল ও চোখের 'পরে-
আঁখিবিনিময় ছিল অন্তরাল ঘরে।
ভাবিনি সেদিন আমি হবে যে আপন;
কতই লুকানো কথা মনে আলাপন।
সেই যে চাহুনিখানি আপনার করে
আজও ভাঙাও ঘুম নিশিরাত ধরে;
দূর থেকে কথা বলি দেখে কত লোক
আমার নয়নে শুধু ভাসে সেই চোখ।
তোমার নামেতে মোর এ নিশি যাপন
কত দিন চলে গেছে! কত কথা গত-
তুমি এই চোখে মোর কতই লজ্জিত।
তোমারে পেয়েছি আজ মোর বাহুডোরে
সেই সুখে আলপনা মোর গৃহদ্বারে।
নিয়েছি নিয়ত আমি, করেছি স্থাপন।
-------