সেই রাত সেই দিন-
ভুলব না কোনোদিন।
যে রজনি জেগেছি দুজন ;
কথা সেই ছিল সাথে-
সুমধুর ভরা রাতে
রাতের গভীরে ছিল মন।


সেই মধু সেই বেলা-
কখনো কি যায় ভোলা
হৃদে দাগ থাকে চিরদিন;
সব ভাবি ফিরে ফিরে
আমার কুটির নীড়ে-
তোমাতেই করে গেছি ঋণ।
আজ ফিরে মনে এল,
সেই স্মৃতি দেখা দিল-
যত কথা, প্রেম পুরাতন।


সে মিলন সেই ছবি
সেই চাঁদ সেই রবি
তোমার ঘরে ছিল গোপন;
আজ শুধু এ প্রভাতে
যদি আসো ফিরে পেতে
আজ দেখি চেয়ে সে স্বপন।
স্মৃতির আড়ালে এসে
গিয়েছ যে ভালোবেসে
ধীরে ধীরে চলেছে যৌবন।
        ------