সতু ভাইয়া, সতু ভাইয়া, দুধ দেবা না কি!
গত মাসের দুধের দাম এখনও তো বাকি।


ছেলে নিয়ে, মেয়ে নিয়ে একা কাটে বেলা;
কী খাওয়াব, কী পড়াব এই  তো মনের খেলা
আজ ডাকে আসবে টাকা এই আশাতে থাকি।


মেয়ের আমার হয়েছে জ্বর ছেলে বিছানায়-
স্বামী গেছে তিনটি বছর তার তো খবর নাই
বিলাসিতা গেছে মোদের আঁচলে মুখ ঢাকি।


আমার ঘরে দুঃখ শত, বলব তাহার কত
আষাঢ় শ্রাবণ মাসে শরীর জুড়ে ক্ষত;
অনেক কথা অনেক কিছু গোপন করে রাখি।