ভুলের মাঝে আমরা সবাই শিখছ তুমি সবে-
সারাটি জনমে ভুল হবে;
(ভুল হবে রে)
মায়ের কোলে সুখে ছিল তোমার শিশুবেলা
মন খুশিতে খেলিয়াছ করো ধুলো খেলা
শত ভুল ভেঙ্গে যেত সেদিন কলরবে।
সারাটি---
ধীরে ধীরে প্রণয় আসে যৌবনের কাল
নানা ছ লে ধ রা দিল জীবনে গোল মাল
সেদিন হাজার ক্তহা শুনিয়াছ সবে।
সারাটি---
তারপর তুমি প্রাপ্ত মানুষ হলে
আপ ন মোহে সংসার ভুলে
ভাবলে তুমি অনেক কিছুই ভাবলে সবাই কাছে রবে।
সারাটি---
শেষে এল শেষের কাল দিনের শেষে অন্ধ বিকাল
বুঝলে তুমি অনেক কিছু কিছুই জানলে না।
কত কিছু জানতে তুমি আর কি সময় পাবে!
সারাটি---
** অসম্পাদিত!