সময় বহিয়া গেছে সেই ঝড়ে-
নদীর স্রোতের সাথে মনে পড়ে।


সেই আমরা অম্লান
দুজনেই বহমান;
আজ কেন এত নিশি আসে ঘরে!


সুর আজ আসে মুখে-
ভালোথাকি সেই সুখে,
তোমার হাসি ভাসে মোর অন্তরে।।


আজ ভাবি ভুল হবে
নতুনের কলরবে
কেন (আজ) ঘুম ভাঙ্গে ও নামের তরে।