সবাই আসে না ফিরে
কেউ কেউ কথা রেখে যায়;
চলে যাব একদিন-
বিশ্বাস তবু সীমানায়।


যেখানেই থাকি আমি
ভালো থেকো তুমি চিরকাল
এক বুক ভালোবাসা
সাথে আছে সন্ধ্যাসকাল।
বাঁচতে চেয়েছি শুধু
তোমার ওই ঠোঁটটি ছুঁয়ে;
দুজনেতে দুজনার-
একা নই তবু সংশয়ে।
সেদিনের ভালোবাসা
আকাশে তোমার পরাজয়;


সবটা আজ মিথ্যা
জানবার করিনি চেষ্টা;
ভালোবাসা সহজেই
স্মৃতিরেখায় ধরে রেশটা
ভালো যদি বেসে থাকো
আসবেই তুমি একদিন;
প্রতীক্ষায় বছর
পথ চেয়ে আমি অমলিন।
উচ্চারণে শপথ
সবটাই ছিল অভিনয়।
      ------